মালদা

বি-টেক মান্যতা সহ ভর্তি সংক্রান্ত জটিলতার জেরে, রাস্তায় নামল গণিখান চৌধুরী কারিগরি কলেজের পড়ুয়ারা

ভর্তি সংক্রান্ত জটিলতা ও বি-টেক কোর্সের মান্যতা দেওয়া সহ বিভিন্ন দাবীতে আবারও রাস্তায় নেমে আন্দোলন করল গণিখান চৌধুরী কারিগরি কলেজের পড়ুয়ারা। বুধবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে থাকা গণিখানের মূর্তি থেকে এক মিছিল বের করে কারিগরি কলেজের পড়ুয়ারা। মিছিলটি রথবাড়ি মোড় থেকে বেড়িয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে, এসে পৌঁছায় মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে। সেখানে জেলা শাসকের হাতে পড়ুয়ারা তাদের দাবী সনদটি তলে দেয় বলে জানা গেছে।

এদিনের এই মিছিল ও দাবীগুলি সম্পর্কে বলতে গিয়ে এক পড়ুয়া জানায় সরকার গণিখান চৌধুরী কারিগরি কলেজের বিভিন্ন কোর্সের মান্যতা দেওয়া সহ ভর্তি সংক্রান্ত জটিলতা দুর করতে তারা তের দিন ধরে অনশন শুরু করেছে। কিন্তু সরকার কোন খোঁজ নিচ্ছে না। যার কারনে এদিন তারা পথে নেমেছেন। ও জেলা শাসককের হাতে ডেপুটেশন তুলে দিবেন বলে ওই পড়ুয়া জানায়।

এদিকে এই বিষয়ে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য বলেন, এদিন ছাত্ররা তাদের নানান অসুবিধার কথা জানিয়েছে, যদিও এই বিষয়ে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবুও ছাত্রদের এই সমস্ত সমস্যা তিনি ক্ষতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে তিনি আশ্বাস দেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/-ZCVOcmyamg